সোমবার, ০৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৬:৫৬ পিএম

আর্সেনাল শিবিরে আবারও চোটের ধাক্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৬:৫৬ পিএম

আর্সেনাল শিবিরে আবারও চোটের ধাক্কা

মার্টিন ওডেগার্ড ও টিম্বার। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে টানা তিন ম্যাচ জয়হীন, যার মধ্যে শেষ দুটি খেলাতেই পরাজয়—আর্সেনালের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে বোর্নমাউথের কাছে ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছে তারা।

এমিরেটসে এই হতাশাজনক হারের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা স্পষ্টতই ক্ষুব্ধ এবং হতাশ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, এই ক্ষোভ, ক্রোধ ও হতাশা তারা পার্ক দ্য প্রিন্সেসে গিয়ে প্রশমিত করতে চান। 

তবে কাজটি যে সহজ হবে না, তা ভালো করেই জানেন তিনি। কারণ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠেই পিএসজির কাছে ১-০ গোলে হেরে ব্যাকফুটে রয়েছে গানাররা।

এই কঠিন পরিস্থিতির মধ্যেই ফের ধাক্কা খেয়েছে আর্সেনাল শিবির। প্রতিপক্ষের মাঠে গুরুত্বপূর্ণ ফিরতি লেগের ম্যাচের আগে চোটের কারণে দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে যাওয়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে। আগেই ছিটকে গেছেন রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য গ্যাব্রিয়েল মাগালাইস ও রিকার্ডো ক্যালাফিওরি। 

এবার তাদের সঙ্গী হতে পারেন জুরিয়ান টিম্বার। কোচ মিকেল আর্তেতা নিজেই ইঙ্গিত দিয়েছেন যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে টিম্বারকে পাওয়া নাও যেতে পারে।

বোর্নমাউথের বিপক্ষে হারের পর টিম্বারের চোট নিয়ে কথা বলতে গিয়ে আর্তেতা বলেন, ‘আত্মবিশ্বাসী? এই মুহূর্তে, না। কারণ সে এখানে খেলতে পারেনি। আর চার দিন পর আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ।’ একজন সাংবাদিক আরও বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাকে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’

পিএসজির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে চোট পেয়ে মাঠ ছাড়েন টিম্বার। এই ডাচ ডিফেন্ডার যদি সত্যিই দ্বিতীয় লেগে খেলতে না পারেন, তবে তা আর্সেনালের জন্য বড় ক্ষতি হবে। 

কারণ এই মৌসুমে সব মিলিয়ে ৪৭টি ম্যাচ খেলা টিম্বার শুধু রক্ষণভাগই সামলাননি, দলের আক্রমণেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দুটি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন তিনি।

টিম্বারের পাশাপাশি আর্সেনাল শিবিরে আরও একটি দুঃসংবাদ ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে, দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ডকেও হয়তো পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না।

এমন খবরই প্রকাশ করেছে আরএমসি স্পোর্ত। ওডেগার্ডের চোটের বিষয়ে জানতে চাইলে আর্তেতা বলেন, ‘চিকিৎসকের সঙ্গে এখনো কথা বলার সুযোগ হয়নি। তাই তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নতুন তথ্য আমার কাছে নেই।’

রূপালী বাংলাদেশ

Link copied!