রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৭:০৩ পিএম

অজুর দোয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৭:০৩ পিএম

অজুর দোয়া

নামাজের জন্য অজু করছেন মুসুল্লি। ছবি: সংগৃহীত

আল্লাহ তাআলা মুমিনের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করেছেন। নামাজের পূর্বশর্ত অজু করা। অজু ছাড়া নামাজ পড়লে সেই নামাজ হবে না।

পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখ ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং মাথা মাসেহ করবে আর পা টাখনু (গ্রন্থি) পর্যন্ত ধৌত করবে।’ (সুরা মায়েদা, আয়াত: ৬)

অজুর আগের দোয়া

অজুর শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলা মুস্তাহাব। শুধু ‘বিসমিল্লাহ’ বললেও চলবে। শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে মাঝখানে পড়ে নেবে। আর যদি অজুর শেষে মনে হয়, তা হলে আর বলবে না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না, তার অজু (সওয়ারেব দিক থেকে) পরিপূর্ণ হবে না।’ (তিরমিজি, হাদিস: ২৫)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) অজুর শুরুতে এই দোয়া পড়তে বলেছেন-

বাংলা উচ্চারণ: ‘বিসমিল্লাহিল আজিমি, ওয়াল হামদু লিল্লাহি আলাল ইসলামি।’

বাংলা অর্থ: মহান আল্লাহর নামে শুরু করছি এবং সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে ইসলামের ওপর রেখেছেন।

অজুর সময়ের দোয়া

অজু করার সময় এ দোয়াটি পড়তে থাকা-

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي

বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসি লি ফি দারি, ওয়া বারিক লি ফি রিজকি।’

বাংলা অর্থ: হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও। (নাসায়ি, হাদিস: ৯৯০৮) 

অজু শেষের দোয়া

অজু শেষে কালেমায়ে শাহাদাত পড়া উত্তম। এটা পড়লে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে, সেটা দিয়ে অজুকারী প্রবেশ করতে পারবে। শাহাদাতটি হলো-

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

বাংলা উচ্চারণ: ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু। 

বাংলা অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ (উপাসক) নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল। হে আল্লাহ! আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। (নাসায়ি, হাদিস:  ৯৯১২)

রূপালী বাংলাদেশ

Link copied!