কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর অংশ হিসেবে শহিদদের স্মরণে ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ গত সোমবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. আমিরুল ইসলাম এবং প্রধান কার্যালয়, প্রধান শাখাসহ ঢাকা অঞ্চলের আওতাধীন বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মার্কেটিং ইউনিটের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নাসিমুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আপনার মতামত লিখুন :