প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দিনটিতে সাধারণ ছুটি থাকবে। এ-সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকারের এমন সিদ্ধান্তের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষও ৫ আগস্ট ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন এবং সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে।
তবে প্রাথমিক বিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ৫ আগস্ট বন্ধ থাকবে কি না, তা এখনো জানা যায়নি। তবে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস চলবে না।
এদিকে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
এদিকে ৫ আগস্টের সাধারণ ছুটির দুদিন পর অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। এ ছাড়া দুই ছুটির মধ্যে বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ ও ৭ আগস্ট দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায়।
আপনার মতামত লিখুন :