রাজধানী ইসলামাবাদসহ চলতি সপ্তাহে পাকিস্তানে হওয়া দুটি আত্মঘাতী হামলায় জড়িত দুজনই আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৃহস্পতিবার পার্লামেন্টে এক অধিবেশনে তিনি এ তথ্য দেন; অধিবেশনটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার ইসলামাবাদে নি¤œ আদালতের বাইরে পুলিশের এক টহল দলের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। আগের দিন আফগানিস্তানের সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সামরিক বাহিনী পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে চালানো হামলায় তিনজন নিহত হয়েছিল। বিস্ফোরণের পর জঙ্গিরা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত সব হামলাকারী মারা পড়ে। সামরিক বাহিনী পরিচালিত হলেও ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বেসামরিকরাই পড়াশোনা করেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই দুই হামলার জন্য ভারতকে দায় দিয়েছিলেন। দশকেরও বেশি সময় ধরে আফগান তালেবান ও পাকিস্তানের শাসকদের মধ্যে ব্যাপক দহরম মহরম দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে কাবুল-ইসলামাবাদ সম্পর্কে টানাপড়েন দেখা যাচ্ছে। পাকিস্তানের অভিযোগ, তার ভূখ-ে হামলাকারী জঙ্গিদের আফগানিস্তান আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে। গত মাসে দুই দেশের মধ্যে হওয়া সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন সেনাও নিহত হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন