জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানের ফেসবুক পোস্টে বিদ্রূপমূলক মন্তব্যকারীর বিচার দাবি করেছে জাবি ছাত্রদল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তির আইডি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে বিদ্রূপপূর্ণ, বিরূপ ও অশালীন মন্তব্য করা হয়েছে।
এ ধরনের আচরণ কেবল ব্যক্তিগতভাবে অধ্যাপক নাহরিন ইসলাম খানের মানহানি নয় বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, শিক্ষাঙ্গণের সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে।
এ ঘটনায় জাবি ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো: ঘটনার দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনিকভাবে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন