‘হাতেম সরকার স্পোর্টিং ক্লাব’ একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সম্প্রতি ক্লাবটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করে। এ উদ্যোগের অংশ হিসেবে ক্লাবের সদস্যরা মুখী পল্লী সেবক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং ক্লাবের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনসহ অন্য সদস্যরা।
আপনার মতামত লিখুন :