ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।
শুরুটা বেশ সাবধানী হলেও, কলকাতা পাওয়ারপ্লেতে ভালোই রান তুলেছেন। তবে শুরুতে নারিনকে হারিয়ে চাপে পড়ে কলকাতা। শুরুর চাপ সামলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল রহমানুল্লাহ গুরবাজ ও রাহানে।
দলীয় ৬৯ রানের মাথায় গুরবাজের উইকেট হারায় কলকাতা। ব্যক্তিগত ৩৫ রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন রহমানুল্লাহ গুরবাজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতার সংগ্রহ ১২ ওভার শেষে ২ ইইকেট হারিয়ে ১০৭ রান। ক্রীজে ২৬ রান নিয়ে অপরাজিত আছেন অঙ্গকৃষ রঘুবংশী ও ২৯ রান নিয়ে খেলছেন রাহানে।
এদিকে নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের মিশ্রণ দেখা যাচ্ছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে কলকাতাকে চাপে রাখার চেষ্টা করছেন।
আপনার মতামত লিখুন :