রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:১৫ এএম

সিনেমা আমার বাড়ি

রঙের মানুষ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:১৫ এএম

সিনেমা আমার বাড়ি

বলিউডের বাদশা শাহরুখ খানÑ একটি নাম, যেটি উচ্চারিত হলেই ভক্তদের চোখে ভেসে ওঠে এক কিলিং স্মাইল। এবারের তার জন্মদিন যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ। কারণ, আজ কিং খান পা দিচ্ছেন জীবনের ষাট বছরে। দেশজুড়ে আগেভাগেই উৎসবের প্রস্তুতি নেওয়া হয়। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার কালজয়ী হিট সিনেমা, ভক্তরা সারি বেঁধে অপেক্ষায় সেই বারান্দার সামনে, যেখানে প্রতি বছর দেখা মেলে তাদের প্রিয় তারকার।
কিন্তু এখানেই শেষ নয়, কিং খানের জন্মদিনের এই উন্মাদনায় যুক্ত হয়েছে আরেক রাজকীয় চমকÑ আসছে তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর বহুল প্রতীক্ষিত ঘোষণা। শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে আজ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হবে। শুধু নাম নয়, এই দিনই প্রকাশ পাবে শাহরুখ খানের এক ঝলক দৃশ্য- যা নাকি ভক্তদের জন্য হবে এক রোমাঞ্চকর উপহার।
সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দÑ যার হাতে তৈরি হয়েছে ‘পাঠান’ (২০২৩) ও ওয়ার (২০১৯)-এর মতো ব্লকবাস্টার। জানা গেছে, ইতিমধ্যেই সিনেমার কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে পোল্যান্ডে। অভিনয়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, অক্ষয় ওবেরয়, জ্যাকি শ্রফ, রণবীর মালহোত্রা ও আরও অনেকে।
উল্লেখযোগ্যভাবে, শাহরুখ খুব কমই নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা করেন। শেষবার তা ঘটেছিল ২০১৫ সালেÑ যখন ‘ফ্যান’ (২০১৬)-এর দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছিল তার ৫০তম জন্মদিনে। এক দশক পর, ফের জন্মদিনেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়Ñ ‘কিং’ যেন হতে চলেছে শাহরুখ খানের রাজকীয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
শাহরুখ জানান, জন্মদিন উপলক্ষে তার একাধিক সুপারহিট সিনেমা আবারও বড় পর্দায় ফিরছে। বিশেষ দিন উপলক্ষে আয়োজিত হয়েছে ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’, যেখানে কিং খানের সাতটি কালজয়ী সিনেমা পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
৩১ অক্টোবর থেকে শুরু হওয়া ফিল্ম ফেস্টিভ্যালটি চলবে পুরো দুই সপ্তাহ ধরে। বিশ্বজুড়ে ৩০টিরও বেশি শহর ও ৭৫টিরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হবে। ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দর্শকরাও উপভোগ করতে পারবেন উৎসবের সিনেমাগুলো।
শাহরুখ খান বলেছেন, ‘সিনেমা আমার বাড়ি। এই সিনেমাগুলোর প্রেক্ষাগৃহে ফিরে আসা মানে আমার কাছে যেন এক সুন্দর পুনর্মিলন। এই সিনেমাগুলো শুধুই আমার নয়Ñ এগুলো সেই দর্শকদেরও, যারা গত ৩৩ বছর ধরে আমাকে ভালোবেসে এসেছেন।’
শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছেÑ ‘কভি হাঁ কভি না’, ‘দিল সে’, ‘দেবদাস’, ‘ম্যায় হু না’ ও ‘ওম শান্তি ওম’ প্রভূতি।
ষাটে পা দিয়েও শাহরুখ খান যেন একইরকম তরুণ, একইরকম স্বপ্নভরা। একদিকে ছেলের পরিচালনায় কাজ করার মজার স্বপ্ন, অন্যদিকে নিজের পরবর্তী সিনেমার জন্য অনন্ত প্রত্যাশা সব মিলিয়ে এই জন্মদিন কেবল এক তারকার উদযাপন নয়, এক মানুষের অনুপ্রেরণার গল্প।
যিনি শিখিয়েছেনÑ তারকা হওয়া মানে শুধু আলোয় দাঁড়ানো নয়, হৃদয়ভরা ভালোবাসা আর মানুষের মুখে হাসি এনে দেওয়াই আসল রাজত্ব। আর সেই রাজত্বের নামÑ শাহরুখ খান।

রূপালী বাংলাদেশ

Link copied!