আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ইডেন গার্ডেন্সে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আজ রাজস্থানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। শুরুটা খুব একটা ভালো না হলেও, উইকেটে এসেই ঝড় তোলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল।
মাত্র ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি। একের পর এক ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলারদের দিশেহারা করে দেন রাসেল। তার ব্যাট থেকে আসে মোট ৫৭ রান, যার মধ্যে ছিল ৬টি বিশাল ছক্কা এবং ৪টি চার।
রাসেলের এই ঝড়ো ইনিংস ও রিঙ্কু সিংহের ৬ বলে ১৯ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ পায় কলকাতা।
অন্যদিকে এই ম্যাচে জয়ের জন্য ২০ ওভারে ২০৭ রানের প্রয়োজন রাজস্থানের।
আপনার মতামত লিখুন :