প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সফল কোচ লুইস এনরিকে সাইক্লিংয়ে অংশ নিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার কাঁধের হাড় ভেঙে গেছে। এবং এর জন্য তাকে জরুরি অস্ত্রোপচার করাতে হবে।
ক্লাব কর্তৃপক্ষ আজ (শনিবার) এক বিবৃতিতে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছে। গতকাল (শুক্রবার) এই দুর্ঘটনাটি ঘটে।
পিএসজি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, ‘শুক্রবার সাইক্লিং দুর্ঘটনার পর প্যারিস সেন্ট-জার্মেইনের প্রধান কোচ লুইস এনরিকে জরুরি চিকিৎসা নিয়েছেন।
কাঁধের হাড় ভাঙায় তার অস্ত্রোপচার করা হবে। ক্লাব তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত আরোগ্য কামনা করছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে।’
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে সম্পর্কে ক্লাব বিস্তারিত কিছু জানায়নি। বর্তমানে ক্লাব ফুটবলের আন্তর্জাতিক বিরতি চলছে, তাই ধারণা করা হচ্ছে এই অবসরেই ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ সাইক্লিংয়ে বেরিয়েছিলেন।
এনরিকের অধীনে পিএসজি গত মৌসুমে তাদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। এ ছাড়া সম্প্রতি উয়েফা সুপার কাপও জিতেছে তারা, এবং চলতি মৌসুমে লিগ ওয়ানে টানা তিন ম্যাচে জয় পেয়েছে।
গত ৩০ আগস্ট তালাউসকে ৬-৩ গোলে হারানোর ম্যাচেও তিনি ডাগআউটে ছিলেন।
আগামী ১৪ সেপ্টেম্বর লিগ ওয়ানে পিএসজি লেন্সের মুখোমুখি হবে। এর তিন দিন পরই চ্যাম্পিয়ন্স লিগে তাদের শিরোপা রক্ষার মিশন শুরু হবে আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে।
এই গুরুত্বপূর্ণ সময়টিতে দলের প্রধান কোচকে ডাগআউটে পাওয়ার জন্য ক্লাব ও সমর্থকরা তার দ্রুত আরোগ্য কামনা করছে।
লুইস এনরিকে ২০২৩ সালে কোচ হিসেবে পিএসজিতে যোগ দেন। যোগ দেওয়ার পর থেকে তিনি ফরাসি জায়ান্টদের দুটি লিগ শিরোপা, দুটি ফ্রেঞ্চ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। তার অধীনেই জুলাইয়ে পিএসজি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন