নীলফামারীর ডিমলায় টিকা দিতে গিয়ে মালবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নানি ও নাতনি।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী এলাকার আব্দুর সাত্তারের স্ত্রী সূর্য খাতুন (৫৫) এবং তার মাত্র ১৪ দিনের নাতনি সামিয়া আক্তার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সূর্য খাতুন তার নবজাতক নাতনিকে কোলে নিয়ে টিকা দিতে বাড়ি থেকে হাসপাতালে যাচ্ছিলেন। পথে গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়।
এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, ‘দুর্ঘটনায় নানি ও নাতনির মৃত্যু হয়েছে। মালবাহী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন