শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকেই বাংলাদেশ টেস্ট দলের নতুন নেতা কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। আগামী মাসেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ, আর তার আগেই আলোচনায় উঠে এসেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নাম।
গতকাল রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে এসে লিটন দাস টেস্ট অধিনায়কত্ব প্রসঙ্গে তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
লিটন দাস জানান, এখন পর্যন্ত এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে তার সাথে কোনো কথা হয়নি, তবে তিনি প্রস্তুত। তিনি বলেন, এখন পর্যন্ত কিছু জানিনা। তারা (বিসিবি) যদি মনে করে (আমি) যোগ্য, আমার সঙ্গে কনভারসেশন করবে। দেখা যাক সিদ্ধান্তটা কী হয়।
লিটন আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে যখন আপনি খেলবেন, তখন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ না (নিষেধ) করবে না, তাদের পক্ষ থেকে এখনও কিছু আসেনি।
তিনি আরও বলেন বলেন, কোনো কোনো সিরিজে কিন্তু টপ অর্ডার ভালো করবে না, তখন মনে হবে ওখানে টপ অর্ডার গ্যাপ হচ্ছে কি না। আবার অনেক সময় দেখবেন যে মিডল অর্ডার খারাপ করতেছে, তখন মনে হবে গ্যাপ হচ্ছে কি না। সেখানে দেখবেন লো অর্ডার ভালো খেলতেছে, একটা-দুইটা সিরিজ এমন হবেই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন