বগুড়ার ধুনটে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন নাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলি গ্রামের কামাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়েশা খাতুন নাফির পরিবার ঢাকায় বসবাস করেন। গত শুক্রবার সে মায়ের সঙ্গে ঢাকা থেকে নানাবাড়ি বেড়াতে আসে। শনিবার দুপুরে অন্যান্য বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে।
এ সময় অন্য বাচ্চারা গোসল শেষে বাড়ি ফিরলেও আয়েশা গোসল করতেই থাকে। এক পর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় পুকুরের পাড়ে থাকা একটি বাচ্চা বাড়িতে গিয়ে আয়েশার পানিতে ডুবে যাওয়ার কথা জানানোর পর স্বজনেরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন। পরে তার মৃতদেহ পায়।
ধুনট থানার এসআই হারুন অর রশিদ সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন