ঘরের মাঠে দিল্লির বিপক্ষে হায়দ্রাবাদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। বাদ পড়ার একেবারে প্রান্তে দাঁড়িয়ে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে।
সোমবার (৫ মে) রাত ৮টায় আইপিএলের ৫৫তম ম্যাচে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে দু’দলেরই জয়ের বিকল্প নেই।
এদিকে, ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালসও প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য মরিয়া। আসরের শুরুতে দুরন্ত পারফরম্যান্স দেখালেও শেষ কয়েকটি ম্যাচে হারিয়ে ফেলেছে তাদের ছন্দ।
দিল্লি ক্যাপিটালস প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জয়ের পর শেষ চারটির তিনটি ম্যাচ হেরেছে তারা। হাতে আর মাত্র চারটি ম্যাচ এবং পয়েন্ট টেবিলের উপরের দিকের দলগুলির বিরুদ্ধে তিনটি খেলা থাকায় অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লির জন্য প্লে-অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে।
দিল্লির ব্যাটিং লাইনআপে আলাদাভাবে ক্রিকেটাররা জ্বলে উঠলেও দল হিসেবে তারা ধারাবাহিকতা দেখাতে পারেনি।
তবে তাদের বাকি সব ম্যাচই হাই-স্কোরিং ভেন্যুতে হওয়ায় ব্যাটসম্যানদের ওপর বড় রান করার চাপ রয়েছে।
এদিকে, কেএল রাহুল দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ফাফ ডু প্লেসিসের সাম্প্রতিক অর্ধশতক দিল্লির জন্য একটি ইতিবাচক দিক। তবে, অক্ষর প্যাটেল ব্যাট হাতে দলের জন্য নতুন ভরসা হয়ে উঠেছেন।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর তিনি প্রায়শই গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং মূল্যবান ইনিংস খেলেছেন।
অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের অভিযান প্রত্যাশা অনুযায়ী হয়নি। কাগজে-কলমে শক্তিশালী দল থাকা সত্ত্বেও তারা পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছে।
প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি এবং শেষ পাঁচ ম্যাচে দুটি জয় পাওয়ায় তাদের প্লে-অফের আশা কিছুটা এখনো টিকে আছে।
এই আসরে ছয় পয়েন্ট নিয়ে এবং চারটি ম্যাচ হাতে রেখে হায়দ্রাবাদ গাণিতিকভাবে এখনো টিকে আছে। তবে এখান থেকে তাদের সব ম্যাচ জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, মহম্মদ শামি।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ
ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা, মুকেশ কুমার, আশুতোষ শর্মা।
প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য উভয় দলের কাছেই আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :