ঢোলের তালে তালে নৃত্য, লোকগানের সুর আর রঙিন পোশাকে সাজসজ্জা—উৎসবের আমেজে মুখরিত নওগাঁর বদলগাছী উপজেলা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা মেতে উঠেছেন ঐতিহ্যবাহী কারাম উৎসবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোঁবরচাপা হাইস্কুল মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই কারাম উৎসব অনুষ্ঠিত হয়। এ আয়োজন করে বাংলাদেশ ওরাওঁ ছাত্র সংগঠন।
এতে সুবাস খালকোর সভাপতিত্ব করেন। উৎসবে আশপাশের অন্যান্য উপজেলা থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬০টি দল উৎসবে যোগ দিয়ে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে।
কারাম গাছকে কেন্দ্র করে শত শত বছরের এই আচার-অনুষ্ঠান পালন করা হয়। মাঠের মাঝখানে সাজানো হয় কারাম গাছের ডাল। এরপর শুরু হয় গানের সুর, ঢোলের বাদ্য আর দলে দলে নারীদের নৃত্য। কৃষি সমৃদ্ধি, পারিবারিক শান্তি ও সমাজে সম্প্রীতির কামনা করাই এই উৎসবের মূল বার্তা।
অংশগ্রহণকারীরা জানান, কারাম উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার উপলক্ষ। এতে নারী-পুরুষ, তরুণ-তরুণী—সবাই মেতে ওঠেন আনন্দ-উচ্ছ্বাসে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওগাঁর যোগেন্দ্রনাথ সরকার এই কারাম উৎসবের উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বৌদ্ধ ফেডারেশনের যুগ্ম সম্পাদক ভবন্দ্র ধর্মানন্দ, বাংলাদেশ ওরাওঁ ছাত্র সংগঠন (বসা)-এর সাংগঠনিক সম্পাদক সুমন কুজুর, ওরাওঁ ছাত্র সংগঠনের (বসা) সাবেক সাংগঠনিক সম্পাদক মেরিন এক্কা খোকন এবং গোঁবরচাপা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ প্রমুখ।
ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে, ধান রোপণের পর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে এই উৎসব পালন করে আসছেন। তাদের বিশ্বাস, কারাম উৎসব সৌভাগ্য ও অভাবমুক্তির প্রতীক।
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন