রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ লড়াইয়ের দিনে, দিল্লি ক্যাপিটালস অবশেষে মাঠে নামাল তাদের ১০.৭৫ কোটি টাকার পেসার টি নটরাজনকে।
মুকেশ কুমারের পরিবর্তে এই আসরে প্রথমবারের মত একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি এই ডেথ-ওভার বলার।
আইপিএল ২০২৫-এর নিলামে অন্যতম দামি ক্রয় নটরাজন, দিল্লির পেস আক্রমণে মিচেল স্টার্ক ও দুষ্মন্ত চামিরার সঙ্গে জুটি বেঁধে এক ভয়ঙ্কর ত্রয়ী গঠন করেছেন।
৬১টি আইপিএল ইনিংসে নটরাজন ইতিমধ্যেই ২৯.৩৮ গড়ে ৬৭টি উইকেট শিকার করেছেন।
তার সেরা বোলিং ফিগার ৪/১৯, ইকোনমি রেট ৮.৮৩ ও স্ট্রাইক রেট ১৯.৯—এই পরিসংখ্যানেই বোঝা যায় ডেথ-ওভারে তার কার্যকারিতা।
আপনার মতামত লিখুন :