মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ১০:৩৬ এএম

ভেন্যু নিয়ে বিপাকে পড়েছে টেবিল টেনিস ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ১০:৩৬ এএম

ভেন্যু নিয়ে বিপাকে পড়েছে টেবিল টেনিস ফেডারেশন

ছবি: সংগৃহীত

টুর্নামেন্টের এন্ট্রি ফি সংগ্রহের জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, বাইলজ, প্রাইজমানি নির্ধারণ, দেশের বিভিন্ন ক্লাব ও জেলাগুলোর সঙ্গে যোগাযোগ এবং টাইটেল স্পন্সর জোগাড়-সবকিছু চূড়ান্ত হওয়ার পরও শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামের এয়ার কন্ডিশন সিস্টেম চালু না হওয়া এবং ভেন্যুতে পর্যাপ্ত আলোক স্বল্পতার কারণে স্থগিত হয়ে গেল টেবিল টেনিস উন্মুক্ত প্রেসিডেন্ট কাপ র‌্যাঙ্কিং ও প্রাইজমানি টুর্নামেন্ট।

আগামী ১৫-১৯ মে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে এ বিষয়টি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে দেয় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদ্ধ জিমনেসিয়ামে কোনোভাবেই টুর্নামেন্ট চালানো সম্ভব নয়। এখানে টানা দুই ঘণ্টা সময় কাটালে যেকোনো খেলোয়াড় ঘামে ভিজে চুপসে যায়। গরমে ও ঘামে ন্যাশনাল প্লেয়ারদের অসুস্থ হবার আশঙ্কা থাকায় কোনোভাবেই এখানে কোনো ন্যাশনাল র‌্যাংকিং প্রতিযোগিতার আয়োজন করার ঝুঁকি নেওয়া উচিত হবে না। যদি মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামের এয়ার কন্ডিশন ভালো থাকে এবং সেগুলো বরাদ্দ পাওয়া যায় তাহলে ফেডারেশনের পক্ষে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে।

একাধিকবার টেবিল টেনিসের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদের সামনে দৃষ্টিগোচর করা হলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার জানান, বর্তমান পরিস্থিতিতে কোনোভাবে এয়ারকন্ডিশনগুলো সার্ভিসিং করা সম্ভব নয়।

বিশাল জিমনেসিয়ামকে ভালোভাবে শীতাতপ নিয়ন্ত্রণ করতে প্রায় ৩০০ টন এসির প্রয়োজন হয়। এসি সার্ভিসিং কিংবা নতুন করে ইনস্টল করতে অন্তত ১২ কোটি টাকা প্রয়োজন। ফলে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দ, টেন্ডার ও সার্ভিসিং মিলিয়ে পুরো বিষয়টি একটি দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে গেছে।

সামনে প্রেসিডেন্ট কাপ ছাড়াও আগামী অক্টোবরে বাহরাইনে আন্তর্জাতিক টুর্নামেন্ট, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলেডিটারি কাপ এবং ফেব্রুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস রয়েছে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টেগুলোতে সাফল্য পেতে হলে বিদেশি কোচের তত্ত্বাবধানে যে ট্রেনিং ক্যাম্প করা দরকার, এই গরমে সেটি করাও সম্ভব হচ্ছে না। ভেন্যু নিয়ে বেশ বিপাকেই পড়ে গেল টেবিল টেনিস ফেডারেশন।

রূপালী বাংলাদেশ

Link copied!