যুদ্ধের প্রস্তুতি হিসেবে আটা মজুদ করতে শুরু করেছেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা।
ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সামরিক হামলার আশঙ্কায় এ প্রস্তুতি নিচ্ছেন তারা।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলার পর শুক্রবার (২ মে) সৃষ্ট উত্তেজনার পর খাদ্য মজুদের নির্দেশনা দেন আজাদ-কাশ্মীরের প্রধানমন্ত্রী চেীধুরী আনোয়ারুল হক।
তার আদেশে ভর্তুকির আটা উচ্চবিত্ত পরিবারের পরিবর্তে দরিদ্রের দুয়ারে পৌঁছানো নিশ্চিতে চেষ্টা চালাচ্ছে আজাদ কাশ্মীর মন্ত্রিপরিষদ কমিটি।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যেকোনো সময় পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত। এ জন্য খাদ্যসংকট এড়াতে ভারত সীমান্তে এ পদক্ষেপ নিচ্ছে আজাদ কাশ্মীর।
খাদ্যমন্ত্রী আকবর ইব্রাহীমের নেতৃত্বে আটা সংকট মোকাবিলায় প্রতিবেশী এলাকায় অবৈধ মজুদ রোধের প্রস্তাব পেশ করেছে আজাদ কাশ্মীর মন্ত্রিপরিষদ কমিটি ।
তার মতে, মুখ্যমন্ত্রী ধনী-গরিব সবাইকে সমান মাত্রায় বন্টনের বিপরীতে অভাবী ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার ভিত্তিতে আটা বণ্টনে জোর দিচ্ছেন।
সমন্বিত পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর লক্ষ্যের সঙ্গে মিল রেখে পরিসংখ্যান গ্রহণ ও তথ্য সংগ্রহ করছে কমিটি ।
আরিফ দ্য ডন-কে জানান, মুখ্যমন্ত্রী সম্ভাব্য বন্যাকবলিত এলাকায় খাদ্যসংকট মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়ার আদেশ দিয়েছেন।
খাদ্য অধিদপ্তরকে শীতকালের আগে পাকিস্তান এগ্রিকালচারাল স্টোরেজ এবং সার্ভিসেস করপোরেশনসহ বিকল্প উৎস হতে বহন ও কেন্দ্রীয় গুদামঘর থেকে বিশেষ করে লাইন অব কন্ট্রোল পার্শ্ববর্তী প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে খাদ্য জোগানের খরচ বিবেচনা করতে আদেশ করা হয়েছে।
মজুদদার ও পাচারকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় অধিদপ্তর। কারণ আজাদ কাশ্মীর সরকার কেজিপ্রতি ২২ রুপি ভর্তুকিতে জনসাধারণের কাছে বণ্টনের চেষ্টা চালাচ্ছে।
শাহরিয়ার খান আফ্রিদীকে আজাদ কাশ্মীর প্রিমিয়ার কমিটির প্রধান করা হয়েছে। মজুরি ও উৎপাদন খরচ নিয়ে ঠিকাদারদের দাবি সমাধানে চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী।
আজাদ কাশ্মীর ঠিকাদার সমিতি মজুরি ও উৎপাদন খরচ মুখ্যমন্ত্রীকে জানালে এ সিদ্ধান্ত নেন তিনি।
১০ দিনের মধ্যে সুপারিশ উপস্থাপনের আদেশ দেওয়া হয়েছে কমিটিকে।
আপনার মতামত লিখুন :