২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। আজ দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হচ্ছে।
দেশের গানের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। দিবসটি পালনে সরকারিভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

এদিন দেশের নানা জায়গা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছুটে আসছেন বিভিন্ন বয়সির মানুষ।

দিবসটি উদযাপনে শুধু বড়রা নয়, শিশুরাও যুক্ত হয়েছে। অনেকেই বাবার সঙ্গে পতাকা হাতে এসেছে। কেউবা দাদা, নানা বা পরিবারের বড়দের হাত ধরে দিবসটি স্মরণীয় করে রাখতে বাইরে বের হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা যায়।

এদিন বিকেলে সেখানেই ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’।

দিনটিকে অনেকেই বলছেন ‘৩৬ জুলাই’। কারণ ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনের ৩৬তম দিনেই পতন ঘটে শেখ হাসিনা সরকারের।

দেশের নানা জায়গা থেকে ৩৬ জুলাই অনুষ্ঠানে ছুটে এসেছেন বিভিন্ন বয়সির মানুষ। ছবি- রূপালী বাংলাদেশ
আপনার মতামত লিখুন :