সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৩:০৮ পিএম

প্রীতি ম্যাচে মাঠে নামলেন লিভারপুলের ৩৭০০ কোটির তারকারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৩:০৮ পিএম

লিভারপুল। ছবি- সংগৃহীত

লিভারপুল। ছবি- সংগৃহীত

ইংলিশ জায়ান্ট লিভারপুল তাদের নতুন মৌসুম শুরুর আগে এক প্রীতি ম্যাচে মাঠে নামিয়ে দিয়েছে ২৭০ মিলিয়ন পাউন্ডের নতুন খেলোয়াড়দের। নতুন সাইনিংদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট কোচ আর্ন স্লট। 

যদিও ম্যাচে গোল এসেছে পুরোনো তারকা মোহাম্মদ সালাহ ও কোডি গাকপোর পা থেকে। অ্যানফিল্ডে প্রীতি ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে লিভারপুল। 

এই ম্যাচে মোহাম্মদ সালাহ ও কোডি গাকপো গোল করলেও আলোচনায় ছিলেন নতুন রেকর্ড সাইনিং ফ্লোরিয়ান ভির্টজ।

আজকের এক্সচেঞ্জ রেট অনুযায়ী ১ ব্রিটিশ পাউন্ড ১৪০ টাকা। সেই হিসেবে ২৭০ মিলিয়ন পাউন্ডে বাংলাদেশি ৩৭০০ কোটি টাকারও বেশি খরচ করে নতুন তারকাদের দলে ভেড়ায় লিভারপুল।

জার্মান মিডফিল্ডার দূর থেকে বার পোস্টে শট নিয়ে নজর কাড়েন। নতুন তারকা জেরেমি ফ্রিমপং, মিলোস কেরকেজ এবং হুগো একিতিকে অংশ নেন ম্যাচে। 

এর আগে দ্বিতীয় সারির একাদশ ৪-১ গোলে একই দলের বিপক্ষে জিতেছিল। সেখানে গোল করেন ডারউইন নুনেজ, হার্ভি এলিয়ট, রিও এনগুমোহা ও বেন ডোয়াক। 

এদিন ১৬ বছর বয়সী রিও এনগুমোহা ৮৭ সেকেন্ডেই গোল করে আলো ছড়ান। গোল পান আরও তিন তরুণ—বেন ডোক, ডারউইন নুনেস, ও হার্ভি এলিয়ট।

তবে এদিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল ম্যাচের ২০তম মিনিটে, যখন প্রয়াত ফুটবলার ডিয়োগো জোতাকে শ্রদ্ধা জানাতে খেলা বন্ধ রেখে দর্শক, খেলোয়াড় ও রেফারি সবাই করতালি দেন। গত মাসে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ পর্তুগিজ তারকা।

এদিন নুনেস ও এলিয়টের ভবিষ্যত ঘিরে কিছু ইঙ্গিতও স্পষ্ট হয়। আল হিলাল ও এসি মিলানের সঙ্গে যুক্ত থাকা নুনেস গোল করে ‘কপ’ গ্যালারির সামনে জার্সির ব্যাজে চুমু এঁকে দেন। 

অন্যদিকে এলিয়ট চারদিকের গ্যালারিতে চুমু ছুঁড়ে মাঠ ছাড়েন—যা ভবিষ্যতের এক বিদায়ের ইঙ্গিত হিসেবেই ধরা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!