আজ ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। এই দিনে ছাত্র-জনতার রোষের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ধাওয়া করার লাইভ গেম শোর ব্যবস্থা করা হয়েছে।সংসদ ভবনের মূল ফটকের পাশে একটি বুথে এ গেম শোর আয়োজন দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, একটি বড় এলইডি স্ক্রিনে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন আর স্ক্রিনের সামনে ট্রেডমিল মেশিনের মাধ্যমে পেছন থেকে ধাওয়া করছেন গেমে অংশগ্রহণকারীরা।
পর্দায় দেখা গেল- শেখ হাসিনা দৌড়ে পালাচ্ছেন; ভেসে উঠল ‘হাসিনা পালায় না’ লেখা।
পর্দার ঠিক সামনে রাখা হয়েছে ট্রেডমিল। সেখানে একজনের পর একজন দৌড়াচ্ছে। তারা বলছেন, ‘ধর, ধর, ভোটচোর হাসিনাকে ধর’।
এ লাইভ শোর নাম দেওয়া হয়েছে ‘স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের শায়েস্তা করুন’।
গেমে অংশ নেওয়া ইদ্রিস মিয়া বলেন, গেমে অংশ নিলাম। দৌড়ানোর মেশিনে দৌড়ালাম। মনে হচ্ছে হাসিনাকে দৌড়ানি দিচ্ছি। একদম বাস্তবের মতো অনুভব হচ্ছে।
আহমেদ রিপন নামের আরেক অংশগ্রহণকারী বলেন, আয়োজনটি দারুণ। এ গেমের মাধ্যমে আমরা গত বছরের এই দিনে হাসিনার পালিয়ে যাওয়ার মুহূর্তকে স্মরণ করছি।
আপনার মতামত লিখুন :