ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। সিজদা নামাজের একটি রুকন। নামাজ আদায়ে অবশ্যই সিজদা করতে হয়। নামাজের আরও রুকনের মধ্যে রয়েছে দাঁড়ানো, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক করা।
মুমিন-মুসলমানরা প্রতি রাকাত নামাজে দুবার সিজদা করেন। দুই সিজদার মাঝখানে বসেন। এই বসার মাঝখানে দোয়া পড়ার কথা হাদিসে পাওয়া যায়।
সুন্নত হলো, প্রথম সিজদা থেকে যখন মাথা উঠাতে শুরু করবে তখন তাকবির বলবে এবং সোজা হয়ে বসা পর্যন্ত তাকবিরকে দীর্ঘ করবে। তাকবির শেষ করে সোজা হয়ে বসবে। এ সময় যেসব দোয়া পড়া উত্তম-
এক. হজরত হুজায়ফা (রা.) থেকে বর্ণিত, যেখানে রাসুলুল্লাহ (সা.) দীর্ঘ কিয়াম করেছিলেন। সেই হাদিসের বিবরণে আছে যে, রাসুলুল্লাহ (সা.) দুই সিজদার মাঝখানে দোয়া পড়ছিলেন। দুই সিজদার মাঝে তিনি সিজদার সমপরিমাণ বসেও ছিলেন।
দোয়াটি হলো-
رَبِّ اغْفِرْ لِي رَبِّ اغْفِرْ لِي
বাংলা উচ্চারণ: ‘রাব্বিগ ফিরলি, রাব্বিগ ফিরলি।’
বাংলা অর্থ: হে প্রতিপালক! আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। (মুসলিম, হাদিস: ৭৭২)
দুই. হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, যে রাতে তিনি তাঁর খালা মাইমুনা (রা.)-এর ঘরে রাত্রি যাপন করেন। তিনি রাতে রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের বিবরণ দিতে গিয়ে বলেন, রাসুল (সা.) যখন সিজদা থেকে মাথা উঠাতেন তখন তিনি নিচের দোয়াটি পড়তেন-
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াজ বুরনি, ওয়াহ দিনি, ওয়ার জুকনি।’
বাংলা অর্থ: হে আল্লাহ! আমাকে মাফ করুন, দয়া করুন, আমার মর্যাদা বৃদ্ধি করুন, আমাকে রিজিক দান করুন এবং হেদায়েত দিন। (বাইহাকি, খণ্ড: ২, পৃষ্ঠা: ১২২)
আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, প্রত্যেক নামাজে সিজদার মধ্যবর্তী বৈঠকে আল্লাহর তাসবিহ-তাহলিল করার তাওফিক দান করুন। আমিন।
আপনার মতামত লিখুন :