পাকিস্তানের লাহোরে একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি পুলিশ। সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, ড্রোনটি পাকিস্তানি ভূখণ্ডে দেখামাত্রই নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে গুলি চালিয়ে ভূপাতিত করে। এটি নজরদারি ড্রোন বলে মনে হচ্ছে, কারণ এতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ড্রোনটি বর্তমানে গোয়েন্দা সংস্থার হেফাজতে আছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন পাকিস্তান ও ভারত গত মে মাসে সামরিক সংঘর্ষে জড়িয়েছিল। এই সংঘর্ষের শুরু হয়েছিল এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর এক হামলার পর। এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছিল। পরে এক শান্তি চুক্তিতে সম্মত হয় দুই দেশ।
এর আগে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন ‘বুনিয়ান-উম-মারসুস’ নামে একটি বৃহৎ পাল্টা সামরিক অভিযান চালায়। এতে বিভিন্ন অঞ্চলে ভারতীয় সামরিক লক্ষ্যগুলোতে হামলা চালানো হয়।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, এ অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ছিল তিনটি রাফাল যুদ্ধবিমান এবং অনেকগুলো ড্রোন।
দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কমপক্ষে ৮৭ ঘণ্টার যুদ্ধের পর ১০ মে চুক্তিভিত্তিক যুদ্ধবিরতি হয়। এদিকে, ট্রাম্পের মধ্যস্ততায় এই যুদ্ধবিরতি হয়েছে বলে দাবি করে পাকিস্তান। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে।
এদিকে, ট্রাম্পের প্রচেষ্টার জন্য পাকিস্তান তাকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছে।
আপনার মতামত লিখুন :