রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:৪৮ এএম

কিউবা মিচেলকে ছাড়া হংকং ম্যাচের দল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:৪৮ এএম

কিউবা মিচেলকে ছাড়া  হংকং ম্যাচের দল

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে আগামীকাল ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে। এরই মধ্যে হংকং ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করেছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এই দলে নেই ইংল্যান্ড-প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। যদিও ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের ছাড়তে সংশ্লিষ্ট ক্লাবকে চিঠি দিয়েছে বাফুফে।

প্রাথমিক দলে জায়গা পাওয়া ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১১ খেলোয়াড় কিংসের। আবাহনী ও মোহামেডান থেকে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ জন করে। ব্রাদার্স ইউনিয়ন, ফর্টিজ, পিডব্লিউডি থেকে একজনের পাশাপাশি ঘরোয়া লিগের বাইরে খেলা চারজন রয়েছেন স্কোয়াডে। সেপ্টেম্বর উইন্ডোতে হামজা চৌধুরী ও শমিত সোম আসতে পারেননি। এশিয়ান কাপ বাছাইয়ে দুজনেই খেলবেন। ইতালিপ্রবাসী ফাহামিদুলও আসবেন ক্যাম্পে। জাতীয় ফুটবল দলে নতুন মুখ যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান আহমেদ। তিনি এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। অসাধারণ পারফরম্যান্স করে তিনি কোচ কাবরেরার দৃষ্টি আকর্ষণ করেছেন। বয়সভিত্তিকের পর এবার সিনিয়র দলেও ডাক পেয়েছেন। হংকং ক্যাম্পে প্রাথমিক তালিকায় জায়ানই মূলত সিনিয়র দলে নতুন মুখ। ফেডারেশন থেকে বসুন্ধরা কিংসকে পাঠানো তালকিায় এগারো ফুটবলারের মধ্যে নেই ইংল্যান্ড-প্রবাসী কিউবা মিচেলের নাম, যার জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনেক আলোচনা ছিল। এখন তিনি বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের খেলোয়াড়।

এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে ভিয়েতনামেও খেলেছেন। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে তিনি স্কোয়াডেই ছিলেন না। কাবরেরার তালিকায় কিউবার না থাকাটা আলোচনার জন্ম দিতে পারে। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচের ক্যাম্পে দুই সপ্তাহ পর ফুটবলার ছেড়েছিল বসুন্ধরা কিংস। তবে এবার এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ বিধায় ২৯ সেপ্টেম্বরই খেলোয়াড়দের ছাড়ার পরিকল্পনা করেছে ক্লাবটি। বাফুফে থেকে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের সোমবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। নেপাল থেকে বিশেষ বিমানে ঢাকায় ফিরেই কাবরেরা আবার স্পেনে চলে যান।

দুই সপ্তাহ ছুটি কাটিয়ে ঢাকায় ফেরেন। ঢাকায় ফিরে মুন্সীগঞ্জে আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচ দেখতে যান। লিগের ম্যাচ দেখার আগেই তিনি ফেডারেশনকে প্রাথমিক তালিকা দিয়েছেন। সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে খেলোয়াড় ছাড়করণের চিঠি দিয়েছে ফেডারেশন। বিগত সময়ে পুরো দলের তালিকা চিঠির সঙ্গে পাঠাত। এবার একটু ভিন্ন পদ্ধতিতে ক্লাবের যে কজন খেলোয়াড়, সেই খেলোয়াড়দের ছাড়করণের জন্য আলাদা আলাদা চিঠি দিয়েছে ফেডারেশন। ক্লাবগুলোতে চিঠি চলে যাওয়ায় ফুটবলাঙ্গনের অনেকেই দল সম্পর্কে অবহিত।

রূপালী বাংলাদেশ

Link copied!