সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর এসেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউএপিইও) থেকে বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক গ্রেড করে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র।
উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু এতে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তারাও একই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন, এর ফলে প্রধান শিক্ষক ও তদারকি কর্মকর্তার একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি করেছে।
অন্যদিকে, সহকারী শিক্ষকরা এখনো রয়েছেন ১৩তম গ্রেডে। এতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তিন ধাপ পার্থক্য তৈরি হয়েছে, যা ইনক্রিমেন্টসহ প্রায় ১৫ হাজার টাকার ব্যবধান তৈরি করেছে। এই বৈষম্য দূর করতেই সরকারের এ সিদ্ধান্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, ‘সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে এখন শুধুই ‘শিক্ষক’ করা হয়েছে। তাদের বেতন স্কেল ১৩তম গ্রেড (১১,০০০ টাকা) থেকে ১১তম গ্রেডে (১২,৫০০ টাকা) উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।’
বর্তমানে সারা দেশে ৬৬ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৫০ হাজারের বেশি শিক্ষক কর্মরত রয়েছেন।
সরকারি শিক্ষকদের পাশাপাশি মাঠপর্যায়ের বিভিন্ন কর্মকর্তার বেতনও এক ধাপ করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী:
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউএপিইও)— বর্তমান ১০ম গ্রেড (১৬,০০০ টাকা স্কেল), ৯ম গ্রেড (২২,০০০ টাকা স্কেল), মোট কর্মকর্তা: ২,৬০৭ জন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউপিইও)— বর্তমান ৯ম গ্রেড (২২,০০০ টাকা স্কেল), ৮ম গ্রেড (২৩,০০০ টাকা স্কেল), মোট কর্মকর্তা: ৫১৬ জন।
জেলা শিক্ষা কর্মকর্তা (ডিপিইও)—বর্তমান ৭ম গ্রেড (২৯,০০০ টাকা স্কেল), ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০ টাকা স্কেল), মোট কর্মকর্তা: ৬৮ জন।
বিভাগীয় উপপরিচালক (ডিডি)—বর্তমান ৫ম গ্রেড (৪৩,০০০ টাকা স্কেল), ৪র্থ গ্রেড (৫০,০০০ টাকা স্কেল), করার সুপারিশ করা হবে।
মহাপরিচালক জানান, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বেতন বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরা হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সাড়া দিয়েছে। বিষয়টি নতুন পে-কমিশনের কাছেও উপস্থাপন করা হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন