চলতি আগস্ট মাসে মাত্র দুদিনের ব্যক্তিগত ছুটি ম্যানেজ করতে পারলেই সরকারি-বেসরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পেতে পারেন।
সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করেছে। চলতি বছর ওইদিন পড়েছে মঙ্গলবারে। এর আগে ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
৫ আগস্টের ছুটির পর ৮ ও ৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার দুই দিনই সাপ্তাহিক ছুটি। এর মাঝখানে ৬ ও ৭ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার) যদি ব্যক্তিগতভাবে ছুটি নেওয়া যায়, তাহলে মিলবে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত।
এর ফলে যেকোনো ভ্রমণ বা পারিবারিক পরিকল্পনার জন্য এটি হতে পারে বিরল সুযোগ। তবে একটানা ছুটি নিতে হলে অফিস কর্তৃপক্ষের অনুমতি ও ছুটির হিসাব মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত অনুযায়ী দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন