সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর একগুচ্ছ রোমান্টিক ছবি। যা নিয়ে অন্তর্জালে চলছে তোলপাড়। কেউ কেউ তাদের প্রশংসা করছেন। অনেকেই আবার বলছেন, এবার কী করবেন অপু বিশ্বাস?
এমন পরিস্থিতিতে সাদা শাড়ি পরে রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। কথা বলেছেন শাকিব-বুবলি প্রসঙ্গেও।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচন অনুষ্ঠানে মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজের সঙ্গে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস।
শাকিব-বুবলীর অবকাশ যাপন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমন হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাই ভালোবাসতে পারেন। এটাই সত্যি।
তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন, তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।
এই চিত্রনায়িকা আরও বলেন, আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারব। আর দর্শক ও ভক্তদের উদ্দেশে বলব, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সবসময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।
আপনার মতামত লিখুন :