বয়স প্রায় ৪৪ ছুঁই ছুঁই। এ বয়সেও মাঠ মাতাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাইয়ের জার্সিতে খেলছেন তিনি। তবে মাঠে আগের সেই ‘কুল’ ধোনিকে এখন আর দেখতে পাওয়া যায় না। ফলে অনেক সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা ধোনিকে অবসর নিতে পরামর্শ দিয়েছেন।
আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের সবচেয়ে বাজে মৌসুম এটি। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে অনেক আগেই। একের পর এক হারের বিপর্যস্ত চেন্নাই শিবির। তবুও সমর্থকদের এই দলটির প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। বিশেষ করে ধোনির প্রতি সমর্থকদের আকুণ্ঠ ভালোবাসা এখনও দেখা যায় আগের মতোই।
বুধবার (৭ মে) কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে আতিথ্য নিয়েছে চেন্নাই সুপার কিংস। এদিন ইডেন গার্ডেনের গ্যালারি দেখলে মনে হতেই পারে এটি চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে খেলা ছিল! ধারণা করা হচ্ছিল হলুদ জার্সিতে ভরা ইডেনে মহেন্দ্র সিংহ ধোনি নিজেই তুললেন অবসরের কথা!
এদিন ম্যাচ শেষে অবসর প্রসঙ্গে ধোনি বলেন, ‘এখনও অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কি না। বছরে মাত্র দু’মাস খেলি। এবারের আইপিএল শেষ হলে আগামী ছ’আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালোবাসাটা অপূর্ব।’
কলকাতার বিপক্ষে ২ উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এ জয়ে ব্যাট হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। তার ১৮ বলে ১৭ রানের ধীরস্থির ইনিংস চেন্নাইকে জয় পেতে সাহায্য করেছে।
চলতি আইপিএলে এখন পর্যন্ত মাত্র তিনটি জয় পেয়েছে টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়নরা। তাই ম্যাচ শেষে ধোনি বলেন, ‘এ বারে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বার করতে হবে। আগামী বছরের জন্য আমাদের দল তৈরি করতে হবে। বুঝতে হবে দলের কোনও ব্যাটার কোন জায়গায় খেলতে পারবে, কোন বোলার কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই ক্রিকেটারদের নিয়েই পরের মরসুমে খেলতে হবে। অনুশীলনে দেখতে হবে সকলকে।’
আপনার মতামত লিখুন :