কাতারে বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে আজ বৃহস্পতিবার (৮ মে) মিলিত হয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবর সচিব আব্দুল্লাহ বিন খালাফ বিন হাত্তাব আল কাবি। বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা উন্নয়নকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা হয়।
‘একটি দ্বিপাক্ষিক আলোচনার অংশ হিসেবে’ বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নাজরুল ইসলাম ও আল কাবি কাতারের রাজধানী দোহায় সাক্ষাৎ করেন। সূত্র মতে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে নিরাপত্তা খাতে সম্ভাব্য সহযোগিতা ও যৌথ উদ্যোগের বিষয়টি।
কাতারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র জানায়, ‘রাষ্ট্রদূত ও আল কাবির মধ্যে আলোচনা অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়। কাতার বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা খাতে অংশীদারিত্বকে গুরুত্ব দেয় এবং এই সম্পর্ককে আরও গভীর করতে চায়।’
বাংলাদেশি রাষ্ট্রদূত নাজরুল ইসলাম বৈঠকে দুই দেশের জনগণের কল্যাণে নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তিগত বিনিময়, প্রশিক্ষণ, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্প্রতি কাতারের স্বরাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শেখ আব্দুল আজিজ বিন ফয়সাল বিন মোহাম্মদ আল থানি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সেখানেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। তবে এই বৈঠকটি ছিল তুলনামূলকভাবে প্রটোকলধর্মী এবং কৌশলগত সম্পর্কচিত্রে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ে সীমাবদ্ধ। মূলত, তারই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত নাজরুল ইসলামের সঙ্গে আল কাবির বৈঠক সম্পন্ন হয়।
এ থেকে স্পষ্ট হয় যে বাংলাদেশ-কাতার সম্পর্ক আগামী দিনে নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষার দিক থেকে নতুন মাত্রা পেতে চলেছে। পক্ষদ্বয়ের প্রত্যাশা, এই আলোচনার ধারাবাহিকতায় দু’দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও বিনিময় আরও জোরদার হবে।
আপনার মতামত লিখুন :