জুলাই ঘোষণাপত্র আসার ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (২ আগস্ট) রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ইঙ্গিত দেন।
সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘জুলাই ঘোষণা আসছে।’
যদিও তিনি কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে—আগামী ৫ আগস্টের মধ্যেই এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
এর আগে একই সময়সীমা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। যেখানে তিনি বলেন, ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত হবে।
আপনার মতামত লিখুন :