সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, রিটার্নিং অফিসারের আইনি ক্ষমতা আছে। তবে তার অর্থ এই নয় যে, যেনতেনভাবে কোনো আসনের নির্বাচন বাতিল করা হবে। আমাদের মনে রাখতে হবে, এই নির্বাচনের প্রতিটি টাকাই সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকা। কোটি কোটি টাকা ব্যয় হবে এই নির্বাচনেÑ এর অপব্যবহার যেন না হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে পোস্টার থাকবে না। প্রিসাইডিং অফিসারদের ক্ষমতাও বাড়ানো হয়েছে। যদি কোনো প্রিসাইডিং অফিসার মনে করেন, ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করার মতো পরিবেশ ছিল না, তাহলে তিনি কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করতে পারবেন। নির্বাচন কমিশন সেটি গ্রহণ করবে।
আনোয়ারুল ইসলাম সরকার মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের প্রতি নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ভোটের সময় মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব রোধে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
নির্বাচন কমিশন সচিবালয়ের ‘সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলার কলাপাড়া, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ, বাউফল, দুমকি ও রাঙ্গাবালীসহ আট উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন।
বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন