চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে স্থানীয় এক বিএনপি নেতার নির্যাতনে ভিটেমাটি হারানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক পরিবার। তারা দ্রুত নিরাপত্তা নিশ্চিত ও বসতভিটায় ফেরার সুযোগ দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী লিজা আক্তার।
তিনি জানান, প্রায় এক বছর আগে মোকাম্মেল হক তালুকদার ও তার লোকজন সশস্ত্র হামলা চালিয়ে তাদের ঘর দখল করে নেয়। এসময় লুট করে নেওয়া হয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র। প্রাণনাশের হুমকিতে পরিবারটি এলাকা ছাড়তে বাধ্য হয়।
লিজা আক্তার অভিযোগ করেন, ‘সন্ত্রাসী মোকাম্মেল শুধু আমাদের পরিবার নয়, গোটা আশিয়া গ্রামকে জিম্মি করে রেখেছে। সে মাদক ও চাঁদাবাজির সিন্ডিকেট চালায়। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় বা শারীরিকভাবে আক্রমণ করে।’
তিনি আরও জানান, শিশুদের শিক্ষাজীবন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে, কারণ তারা স্কুলে যেতে পারছে না—রাস্তায় বের হলেই লাঞ্ছনার শিকার হতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে পটিয়া থানায় অপহরণ ও চাঁদাবাজিসহ অন্তত ১৯টি মামলা রয়েছে। সর্বশেষ, তার বিরুদ্ধে একটি নতুন অপহরণ মামলা হয়েছে। তবে নানা রহস্যজনক কারণে এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেজি আক্তার, শহিদুল হক, নূর নাহার বেগম, লিজা আক্তার ও রিজিয়া বেগমসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ বসতভিটায় ফেরার সুযোগ দেওয়ার দাবি জানান।
আপনার মতামত লিখুন :