যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে আরও অন্তত ৩০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
শনিবার (৩ আগস্ট) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে প্রথমিকভাবে ফেরত পাঠানোর সংখ্যা ৬০ জন বললেও পরে তা কমে ৩০ জনে নেমে এসেছে বলে নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র।
সূত্র জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির ধারাবাহিকতায় এসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। এর আগেও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে মোট ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠায়।
শুক্রবার রাতে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ফেরত পাঠানো বাংলাদেশিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে মানবিক আচরণ করা হয়েছে। কারও হাতে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর আগে বিভিন্ন স্তরে বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণ নিশ্চিত করতে জোর দেওয়া হয়, যার ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এবারের প্রক্রিয়াতেও একই রকম আচরণ প্রত্যাশিত।
২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কঠোর নীতিমালা চালু করে। অনেক দেশ, যেমন—ভারত, ব্রাজিলসহ অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানোর সময় হাতকড়া পরানো হয়েছিল, যা নিয়ে সমালোচনায় মুখর হন বিভিন্ন মানবাধিকার সংগঠন।
আপনার মতামত লিখুন :