ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ম্যানেজার হিসেবে ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
আগামী ২৬ মে থেকে এই ইতালিয়ান কোচ আনুষ্ঠানিকভাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন। ৬৫ বছর বয়সি এই কিংবদন্তি কোচ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুম শেষ করেই সেলেসাওদের ডাগআউটে দাঁড়াবেন।
এই নিয়োগের মাধ্যমে কার্লো আনচেলত্তি ব্রাজিল পুরুষ ফুটবল দলের ইতিহাসে প্রথম বিদেশি প্রধান কোচ হিসেবে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন। তাঁর অধীনে ব্রাজিল আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের মুখোমুখি হবে।
ব্রাজিল কনফেডারেশন তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে আনচেলোত্তিকে ‘ফুটবলের ইতিহাসের সর্বাধিক সফল কোচ’ হিসেবে আখ্যায়িত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত—একদিকে পাঁচবারের বিশ্বকাপজয়ী দল, অন্যদিকে ইউরোপের অভিজাত প্রতিযোগিতায় অসাধারণ সফল কোচ—দুজন কিংবদন্তির একত্রে পথচলা শুরু হচ্ছে।’
সিবিএফ এই ঐতিহাসিক নিয়োগে সহযোগিতা করার জন্য রিয়াল মাদ্রিদ এবং ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানিয়েছে। একইসঙ্গে, ইউরোপে আনচেলোত্তি ও রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া দিয়েগো ফার্নান্দেসকেও বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে কনফেডারেশন।
উল্লেখ্য, কার্লো আনচেলত্তি কোচিং ক্যারিয়ারে রেকর্ড পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন, তিনবার রিয়াল মাদ্রিদের হয়ে এবং দুইবার এসি মিলানের হয়ে।
এছাড়াও, তিনি ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেনের ঘরোয়া লিগ শিরোপা জিতেছেন। যথাক্রমে এসি মিলান, চেলসি, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ ক্লাবগুলোর হয়ে।