ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগ।
আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরছে আইপিএল। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি টুর্নামেন্টের নতুন সূচী প্রকাশ করে। তবে প্লে-অফের ভেন্যু এখনো সম্পর্কে জানায়নি তারা।
নতুন সময়সূচি অনুযায়ী, ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসরের বাকি অংশ। ওই দিন বেঙ্গালুরুতে মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর। এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ জুন।
আসরের অবশিষ্ট ১৭টি ম্যাচ আয়োজন করা হবে ছয়টি শহরে—লক্ষ্ণৌ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং জয়পুরে।
পরবর্তী ম্যাচগুলোর সূচি :
১৭ মে - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স (বেঙ্গালুরু)
১৮ মে - রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস (জয়পুর)
১৮ মে- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স (দিল্লি)
১৯ মে- লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (লক্ষ্ণৌ)
২০ মে- চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (দিল্লি)
২১ মে- দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (মুম্বাই)
২২ মে- গুজরাট টাইটান্স বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (আহমেদাবাদ)
২৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ (বেঙ্গালুরু)
২৪ মে- পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (জয়পুর)
২৫ মে- গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস (আহমেদাবাদ)
২৫ মে- সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স (দিল্লি)
২৬ মে- পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (জয়পুর)
২৭ মে- লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (লক্ষ্ণৌ)
বেঙ্গালুরু বনাম কলকাতা
প্লে-অফ সূচি :
কোয়ালিফায়ার ১ – ২৯ মে
এলিমিনেটর – ৩০ মে
কোয়ালিফায়ার ২ – ১ জুন
ফাইনাল – ৩ জুন