কক্সবাজারে পুলিশের আভাস পেয়ে গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না আবু বক্কর ছিদ্দিক বাবুল নামে এক ইউপি সদস্য। পুকুরে দাঁড়িয়ে আকুতির সুরে ‘আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না, ছেড়ে দিন।’ বললেও পুলিশ তার কথা শোনেনি। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে উঠিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার ( ১২) মে বিকেল ৩টায় কক্সবাজার খুরুশকুল ইউনিয়ন পরিষদের সামনে ডির পার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কর ছিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১নং আওয়ামী লীগের সহসভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য এবং তেতৈয়া ইউছুপ ফকির পাড়া এলাকার মৃত আমীর হামজার পুত্র।
জানা যায়, গত ৮ মে বাবুলের মা মারা গেছেন। আজ মঙ্গলবার তার মায়ের কুলখানি হওয়ার কথা রয়েছে। এজন্য পুলিশকে গ্রেপ্তার না করতে অনুরোধ করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পুকুরের মাঝে দাঁড়িয়ে থেকে ওই ইউপি সদস্য পুলিশকে হাতজোড় করে বলছেন, ‘আমার মা মারা গেছেন। মঙ্গলবার আমার মায়ের ফাতেহা (কুলখানি)। আমাকে গ্রেপ্তার না করে ছেড়ে দেন। এক দিন সময় দেন।’
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই নুর মোহাম্মদ বলেন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তারে যায় আমাদের পুলিশের একটি দল। বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য পরিষদের পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে সেখান থেকে তুলে তাকে গ্রেপ্তার করা থানায় আনা হয়েছে।