যুক্তরাজ্যে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র (GCA) বার্ষিক পিকনিক উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টার মধ্যে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা হোয়াইটচ্যাপলের ১১৩ নিউ রোডে চিটাগাং সেন্টারের সামনে সমবেত হন। এখান থেকে শুরু হয় দিনের আনন্দযাত্রা।
বিলাসবহুল কোচ ও প্রাইভেট গাড়িতে অংশগ্রহণকারীরা ইংল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত ক্ল্যাকটন অন সি-তে পৌঁছান। সাগরের নোনাজলে অবগাহন, সৈকতে আড্ডা, খেলাধুলা ও ছবি তোলার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে রঙিন ও আনন্দময়।
প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান—কোচে গান, কৌতুক, আবৃত্তি, অভিনয়, ধাঁধা ও স্মৃতিচারণ। বিশিষ্ট শিল্পী তাহসিন বাপ্পি, ডা. রুবেল, তানিম, রুবা হোসেন, নাবিল রহমান, তানভীর খানসহ আরও অনেকে গান পরিবেশন করে যাত্রাটিকে প্রাণবন্ত করেন।
কোচগুলির নেতৃত্ব দেন মো. আলী রেজা, মাসুদুর রহমান, আরশাদ মালেক ও রাজ্জাকুল হায়দার বাপ্পী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও ট্রাস্টি শওকত মাহমুদ টিপু। ফটোগ্রাফি ও ভিডিও বন্দোবস্ত করেন আলী রেজা, মোমিন, শওকত ওসমান ও কুতুবুল আলম।
ফেরার পথে গান, গল্প ও আনন্দ চলতে থাকে অব্যাহত। অংশগ্রহণকারীরা সকলেই অনুষ্ঠানকে সফল ও চমৎকার বলে অভিহিত করেন।
ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, ‘আজকের দিন আমাদের জীবনের এক অমলিন স্মৃতি হয়ে থাকবে। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত জিসিএ বর্তমানে ইউরোপে বাংলাদেশের প্রবাসীদের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন। এটি লন্ডনে চট্টগ্রামের মেজবান, সংস্কৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালনা করে।