ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নামাজের সময় মোবাইলের রিংটোন বেজে উঠলে করণীয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১০:০৫ এএম
ছবি- সংগৃহীত

নামাজের সময় মোবাইল ফোন হঠাৎ বেজে উঠলে শুধু ব্যক্তিগত মনোযোগ বিঘ্নিত হয় না, পাশের মুসল্লিদেরও শান্তি ও একাগ্রতা নষ্ট হতে পারে। 

ইসলামে নামাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এ সময় মনোযোগপূর্ণ থাকা অপরিহার্য। তাই নামাজের আগে মোবাইল ফোন সাইলেন্ট বা সম্পূর্ণ বন্ধ রাখা উত্তম।

তবে অনির্দেশ্য পরিস্থিতিতে নামাজরত অবস্থায় ফোন বেজে উঠলে করণীয়-

-এক হাত দিয়ে দ্রুত বন্ধ করা।

-পকেটের ওপর থেকে বা ভেতরে হাত দিয়ে বন্ধ করা যেতে পারে।

-ফোন বের করে দেখে-দেখে বন্ধ করা বা দুই হাত ব্যবহার করলে নামাজ ভেঙে যেতে পারে।

-এক হাত দিয়ে বন্ধ করতে গিয়ে যদি তিন তাসবিহ সময় ব্যয় হয়, তবুও নামাজ নষ্ট হবে।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, নামাজকে সুন্দরভাবে ও একাগ্রতার সঙ্গে আদায় করলে তা পূর্বের গুনাহ মাফের সুযোগ দেয়। তাই নামাজের সময় ফোন বেজে উঠলেও মনোযোগ রক্ষা করা জরুরি।