ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

১৫ আগস্ট শোক দিবস পালন থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:৫৩ এএম
ছবি- সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রুলস অব বিজনেস সংশোধন করে এই সংক্রান্ত কাজের দায়িত্ব বিলুপ্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসাথে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর মন্ত্রিপরিষদ বিভাগে ৯-এ-আইটেমে আগে ১৫ আগস্ট শোক দিবস পালন অন্তর্ভুক্ত ছিল। তবে রাষ্ট্রপতি সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংশোধনের মাধ্যমে CABINET DIVISION-এ Item No. 9A ও তদ্বিপরীতে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগে আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করত এবং এটি সরকারি ছুটির দিন ছিল। তবে গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল করে।