কুমিল্লার মুরাদনগরের কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির পাঠদানকালে চার শিক্ষার্থী বিদেশি ছুরি প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে বহিষ্কার করেছে।
ভিডিওতে দেখা যায়, ওবায়দুল্লাহ (১৬), ফয়সাল (১৬), সাইম (১৬) ও আনন্দ রায় (১৬) ক্লাসরুমে ছুরি হাতে বসে থাকা অবস্থায় ভিডিও ধারণ করছে। ভিডিও দ্রুত ভাইরাল হওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল বাশার খান জানান, ঘটনা প্রকাশিত হওয়ার পর তারা কৌশলে তিন শিক্ষার্থীকে আটক করে মুরাদনগর থানা পুলিশের হাতে সোপর্দ করেন। অপর শিক্ষার্থী ওবায়দুল্লাহ বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিদ্যালয় সভাপতির নির্দেশে অভিযুক্ত চার শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, আটক তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শিত ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।