ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১০:১১ এএম
খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা বাড়িতে ভিড় করে। ছবি- সংগৃহীত

রাজশাহীতে পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন-মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের শ্বশুর আবদুল মালেক বলেন, মিনারুল কৃষিকাজ করতেন এবং তার ঋণ ছিল বলে জানা গেছে। তারা মাটির ঘরে বসবাস করতেন। চারজনের মধ্যে উত্তরের ঘরে পাওয়া গেছে মা ও মেয়ের মরদেহ, আর দক্ষিণের ঘরে বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ছেলের মরদেহ পাওয়া যায়।
 
মতিহার থানা পুলিশের এএসআই কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।