ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ভক্তদের সুখবর দিলেন নাসির-সাব্বির

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১২:১২ পিএম
ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেন। ছবি- সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি গত বছর প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। সিলেটে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে দর্শকরা মুগ্ধ হয়ে পড়েছিলেন এবং সব মিলিয়ে আয়োজনটি ছিল সফল।

চলতি বছরও ক্রিকেটাররা চান টুর্নামেন্ট মাঠে গড়াক, আর বিসিবি সেই চাওয়াকে বাস্তবে রূপ দিচ্ছে। 

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হবে ১৫ সেপ্টেম্বর এবং শেষ হবে ৪ অক্টোবর। এবারের আসরে থাকবে ৮টি দল।

গেল আসরে কোনো দলের হয়ে খেলেননি সাব্বির রহমান, এবং নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত ছিলেন নাসির হোসেন। এবার দুজনেই ফিরছেন—সাব্বির রাজশাহীর হয়ে, আর নাসির রংপুরের হয়ে খেলবেন।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, গতবার এক ভেন্যুতে খেলা হলেও এবার টুর্নামেন্ট তিনটি স্টেডিয়ামে আয়োজন করা হবে—সিলেট, বগুড়া শহীদ চান্দু এবং রাজশাহী। 

আকরাম বলেন, ‘ভেন্যু পাওয়া কঠিন ছিল। অনেক আলোচনা ও চিন্তাভাবনার পর আমরা এই তিনটি জায়গা নির্ধারণ করেছি।’