আর্জেন্টিনার হাসপাতালগুলোতে দেওয়া দূষিত ফেন্টানিলের কারণে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এ ঘটনার জন্য স্থানীয় এক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে দায়ী করেছে বুয়েন্স এইরেস। আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘এইচএলবি ফার্মা গ্রুপের মালিক অ্যারিয়েল ফুরফারো গার্সিয়া দূষিত ফেন্টানিলের ওই ব্যাচের প্রস্তুতকারক, যা শতাধিক মানুষের মৃত্যুর জন্য দায়ী।’
এদিকে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফুরফারো গার্সিয়া আগেই তার দায় অস্বীকার করে দাবি করেছেন, তার এক সাবেক সহকর্মীই গণমাধ্যমে এ খবর ছড়িয়ে দিয়েছেন। গত মে মাস থেকে চারটি প্রদেশ ও রাজধানী বুয়েনস এইরেসের হাসপাতালগুলোতে ব্যবহৃত ব্যাকটেরিয়া-সংক্রমিত এ ওষুধের কারণে কতজনের মৃত্যু ঘটেছে তা নিশ্চিত করতে চেষ্টা করছে প্রেসিডেন্ট মাইলির প্রশাসন।
আগামি ৭ সেপ্টেম্বর দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ বুয়েনস এইরেসের আইনসভা নির্বাচনকে সামনে রেখে মৃতের সংখ্যা বৃদ্ধির এ খবর এল । এ ভোটকে আগামী অক্টোবরের মধ্যবর্তী জাতীয় আইনসভা নির্বাচনের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে, যা মূলত স্বঘোষিত ‘অরাজক-পুঁজিবাদি’ প্রেসিডেন্ট মাইলির জনপ্রিয়তার পরীক্ষা।
লা প্লাতায় এক নির্বাচনী সমাবেশে মাইলি অভিযোগ করে বলেন, ‘তার প্রতিদ্বন্দ্বীরা যেকোনো নৃশংসতা করেও পার পেয়ে যাচ্ছেন।’ এ সময় ফুরফারোকে দেশটির সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্শনারের ‘দীর্ঘদিনের সহযোগী’ বলে জানান তিনি।
এদিকে দুই সপ্তাহ আগে বুয়েনস এইরেসের দক্ষিণে লা প্লাতা শহরের একটি হাসপাতালের বাইরে ফেন্টানিলে নিহতদের স্বজনেরা প্রতিবাদ করেন ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচারের দাবি জানান।