ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কোচিং সেন্টারে ছাত্রীকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১২:২৪ পিএম
ছবি- সংগৃহীত

ভারতের বিহারের মধুবনীর জয়নগরের একটি কোচিং সেন্টারের শিক্ষক রাকেশ কুমার এক ছাত্রীকে জড়িয়ে ধরে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক পলাতক রয়েছেন।

ভিডিওতে দেখা যায়, রাকেশ কুমার কোচিং সেন্টারের একটি রুমে ওই কিশোরীকে জড়িয়ে ধরে অস্বস্তিকর আচরণ করছেন। অভিযোগ রয়েছে, ছাত্রীটি নিজেই মোবাইল ক্যামেরা চালু করে এই দৃশ্য রেকর্ড করে। কিন্তু পরে রাকেশ সেটি বুঝতে পেরে রেকর্ডিং বন্ধ করতে বাধ্য করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাকেশ কুমারের বিরুদ্ধে এর আগেও ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছিল। গত বছরও একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে জামিনে মুক্তি পান। এবার ভিডিও প্রমাণ থাকায় ঘটনাটি আরও গুরুতর আকার ধারণ করেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে কোচিং সেন্টারটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং রাকেশ কুমার ফ্লাট থেকে পালিয়ে গেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি ও কোচিং সেন্টার বন্ধ করার দাবি জানিয়েছেন। শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি চাইছে এলাকাবাসী। সূত্র: আনন্দবাজার