বরগুনার পাথরঘাটায় কেন্দ্রীয় ওলামাদলের সদস্য ও লন্ডন প্রবাসী মাওলানা মো. শামীম আহমেদের ভার্চুয়াল জনসভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা (কোড়ালিয়া) চৌমুহনী বাজারের একটি মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির স্থানীয় নেতা দুলাল জোমাদ্দার দাবি করেন, ‘মাওলানা শামীমের বক্তব্য শোনার জন্য এলাকাবাসী সমবেত হলে নুরুল ইসলাম মনি সমর্থিত কয়েকজন সেখানে এসে সভা বন্ধের চেষ্টা করে, চেয়ার ছুঁড়ে মারাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে।’
দুলালের মতে, ‘শামীম বিএনপির মনোনয়ন প্রত্যাশী হওয়ায় কিছু উশৃঙ্খল চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
অন্যদিকে, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সজিব অভিযোগ করেন, ‘মাওলানা শামীম লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন এবং জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।’
তিনি বলেন, ‘বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিথ্যাচার ও বিরূপ মন্তব্যের কারণে জনসভায় বাধা দিয়েছে।’
ভার্চুয়াল বক্তব্যে মাওলানা শামীম জানান, বিগত সরকারের রাজনৈতিক দমন-পীড়নের কারণে তিনি ১৭ বছর দেশে আসতে পারেননি এবং তার নামে ৬৮টি মামলা রয়েছে। তিনি বরগুনা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং তার বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার ‘এডিট করা ভিডিও’র মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ করেন। শামীম দলের সিদ্ধান্ত মেনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ ঘটনায় পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ‘জেলা প্রশাসকের অনুমতি নিয়ে শামীম ভার্চুয়াল সভা আয়োজন করেন। সভায় বিএনপির ভিন্ন গ্রুপের বাধার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও নৌবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাওলানা শামীম তার বক্তব্য ভার্চুয়ালে সম্পন্ন করেন।’