ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৮:৫৮ পিএম
ছবি- সংগৃহীত

আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 
প্রতিযোগিতায় ১৮টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ৪টি স্বর্ণপদক পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. মোশারফ হোসেন সেরা অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মো. সাজেদুর রহমান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাগণ ছাড়াও জেসিও, অন্যান্য পদবির সদস্যগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উলে­খ্য, গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই অ্যাথলেটিকস প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমানবাহিনীর ১৫৬ জন অ্যাথলেট ২২টি ইভেন্টে অত্যন্ত উঁচুমানের ক্রীড়া নৈপুণ্য এবং উৎকর্ষতা প্রদর্শন করেন।