ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

এইচএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অনন্য সাফল্য

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১০:০০ পিএম
এইচএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অনন্য সাফল্য

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ৩৭টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭,১৫৬ জন, ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৯৭১ জন এবং ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মোট ৬১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১৮,৭১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬,৮২৬ জন জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৮.০৫% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৩৬.৪৭%, যা নিঃসন্দেহে জাতীয় পর্যায়ের একটি অসাধারণ অর্জন।

এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

এ ছাড়াও, উক্ত সাফল্যের পেছনে রয়েছে সেনাসদরের সার্বিক দিক নির্দেশনা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সার্বক্ষণিক তদারকি, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।