ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পরিষদে অসামাজিক কাজের সময় নারীসহ গ্রাম পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৭:৪৭ পিএম
ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করে স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসামাজিক কাজের সময় নারীসহ নাজিম উদ্দিন নিজু নামে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

আটক গ্রাম পুলিশ সদস্য নাজিম উদ্দিন নিজু সিরতা ইউনিয়ন পরিষদর গ্রাম পুলিশ হিসেবে পরিচিত। তিনি একই ইউনিয়নের মৃত হামেদ আলীর ছেলে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, বুধবার রাতে এশার নামাজের পর এক নারী ইউনিয়ন পরিষদের দোতলায় উঠে যান। ঘটনাটি আশপাশের লোকজন টের পায়। কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন দু’তলায় গিয়ে জানালা দিয়ে দেখতে পারে কক্ষের ভেতরে গ্রাম পুলিশ নাজিমুদ্দিন এবং ওই নারী অসামাজিক কাজে লিপ্ত রয়েছেন। এ সময় বাইরে থেকে কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিষয়টি দেখার জন্য ছুটে আসে।

তিনি আরও বলেন, গ্রাম পুলিশ নাজিম উদ্দিনের সাথে এই নারী প্রায়ই এসে রাত্রি যাপন করতেন। কিন্তু কখনো ধরা পড়েননি।

আটক গ্রাম পুলিশ নাজিম উদ্দিন বলেন, এই নারী প্রায়ই তার কাছে চলে আসতেন। রাত্রি যাপন করে আবার ভোর বেলায় চলে যেতেন। ঘটনার দিন রাতে ওই নারী তার কাছে আসার পর আশপাশের লোকজন টের পেয়ে তাদেরকে আটক করে রাখে। 

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, রাতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সিরতা ইউনিয়ন পরিষদের এক কক্ষে গ্রাম পুলিশসহ এক নারীকে আটক করে। তাদের বিরুদ্ধে ২২০ ধারায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে।