ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। শত্রু (পাকিস্তান) যদি আর কোনো দুঃসাহসিক কাজ করার সাহস করে, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে। ভারত সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হবে না।’
এর আগে সিন্ধু পানিচুক্তি স্থগিত করায় ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল পাকিস্তানের সেনা প্রধান আসীম মুনির। এ হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে নতুন করে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। এ সময় নয়াদিল্লি পানিচুক্তিতে সম্মত নয় বলেও জানান তিনি।
সিন্ধু নদের পানি বন্টনে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর এই চুক্তি স্থগিতের কথা জানায় ভারত।
তারই ধারাবাহিকতায় মোদী শুক্রবার বলেন, ‘পানি এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।’ ভারতের ‘অধিকারভুক্ত পানি’ পাকিস্তানের সাথে ভাগাভাগি করারও বিরোধিতা করেন তিনি।
ভাষণে মোদী আরও বলেন, সিন্ধু পানিচুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। ভারতের নদীগুলো শত্রু দেশকে সেচ দিচ্ছিল, যখন আমাদের কৃষকরা পানি থেকে বঞ্চিত ছিল। এখন, ভারতের পানির ভাগের ওপর অধিকার কেবল ভারত এবং তার কৃষকদের। কৃষকদের স্বার্থ এবং জাতীয় স্বার্থের সঙ্গে আপস ভারতের কাছে গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।